আজকের সারাদেশ প্রতিবেদন:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুফতি জামাল নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। নিহত জামাল আরসার সাবেক সদস্য বলে জানা যায়। তিনি ক্যাম্প-১১-এর ই-ব্লকের বি/১১-এর নজির আহমদের ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্প-১১ এর রোহিঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন, ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর।
তিনি আরো বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্প-১১’র রোহিঙ্গা বাজারে কেনাকাটা করছিলেন, হঠাৎ পিছন থেকে অজ্ঞাত তিন-চারজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। এতে প্রাণ হারান তিনি
পরে তাকে উদ্ধার করে ওই ক্যাম্পের ফ্রেন্ডশীপ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
আজকের সারাদেশ/১০ আগস্ট