আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম নগরীর ইপিজেডে একটি সামরোজ নামে একটি পোকাশ কারখানায় আগুন লেগেছে।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকেল সাড়ের ৪টার দিকে ব্যারিষ্টার সুলতান আহমদ কলেজের পাশে অবস্থিত এই কারখানা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে এক কর্মকর্তা জানান, ইপিজেডের বাইরে ব্যারিষ্টার সুলতান আহমদ কলেজের পাশে অবস্থিত একটি গার্মেন্টস কারখানার ৫ তলায় আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের ইপিজেড স্টেশন থেকে গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে শুনেছি।
ঘটনাস্হল থেকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, পাঁচতলা ছাদের উপর একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আমাদের ৪ টি ইউনিট কাজ করছে। এখনো কোন হতাহত নেই। পরে বিস্তারিত জানাবো।