কুবি প্রতিনিধি:
বিজ্ঞানভিত্তিক শিক্ষামূলক কাজের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব’। প্রথমবারের মতো ম্যাগাজিন প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি। এতে বই পড়ুয়া ও লেখালেখি প্রিয় ব্যক্তিদের কাছে লেখা আহবান করেছেন তারা। বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি আমান উল্লাহ আমান।
ম্যাগাজিনের জন্য ৬টি বিষয়ে লেখা আহবান করা হয়েছে। এরমধ্যে ছোটগল্প, প্রযুক্তি বিষয়ক, বিজ্ঞান প্রবন্ধ,সায়েন্স ফিকশন, ভ্রমণকাহিনি ও বিশ্ববিদ্যালয়ের স্মৃতি অন্যতম। এতে ছোটগল্প ২০০শব্দে, প্রযুক্তি নিয়ে লেখা ৫০০ শব্দে, বিজ্ঞান প্রবন্ধ ৪০০ শব্দে, সায়েন্স ফিকশন ৫০০শব্দে, ভ্রমণকাহিনি ৫০০-৭০০ শব্দে, এবং বিশ্ববিদ্যালয়ের মজার কোনো স্মৃতি নিয়ে লিখতে কোনো শব্দের সীমাবদ্ধতা দেওয়া হয়নি।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের স্মৃতি মধুর কোনো ছবি থাকলে সেগুলোও জমা দেওয়ার আহবান জানিয়েছে সংগঠনটি। সেই ছবিগুলো ম্যাগাজিনে ফিচার আকারে প্রকাশ করা হবে বলে।
লেখা পাঠানোর সময় লেখকের ছবি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লিংক ওই-মেইল অ্যাড্রেস প্রদান করার অনুরোধ করা হয়েছে। লিখা পাঠানোর শেষ সময় আগামী ৫ সেপ্টেম্বর।
লিখা পাঠানোর ঠিকানা; ই-মেইল: couscienceclub2015@gmail.com।
যোগাযোগ: ০১৫৮০৮১১৯৩৩।
এসএম