দুপুর ১২:০৮, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের সৌভাগ্য বঙ্গবন্ধু বাংলাদেশে জন্মেছিলেন: ড. শরিফুল ইসলাম

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

শোকের মাস আগস্ট পালনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ও কূটনীতিক কৌশল’ প্রতিপাদ্যে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
শোকের মাস পালনে অংশ হিসেবে সেমিনার শুরুতে ১মিনিট নীরবতা পালনের মাধ্যমে সেমিনার শুরু করা হয়।

বৃহস্পতিবার (১০ আগস্ট ২০২৩) একাডেমিক ভবনের ৫২২ নং কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মো: বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শরিফুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, নুসরাত তায়েফ, আরাফাত রহমান, প্রভাষক সাইফুল ইসলাম এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

প্রধান আলোচক ড. মো: শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের সৌভাগ্য বঙ্গবন্ধু বাংলাদেশে জন্মে ছিলেন। বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতির গুরুত্ব বর্তমান বাংলাদেশের পররাষ্ট্র নীতির পথপ্রদর্শক হিসেবে কাজ করে যেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশেষভাবে অনুসরণ করে থাকেন।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ যদি বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতি অনুসরণ করেন তাহলে তারা খুব শীগ্রই সম্মানসূচক অবস্থানে চলে যাবে। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে, ইউক্রেন যদি বঙ্গবন্ধুর বৈদেশিক নীতি অনুসরণ করতো, তাহলে তারা যুদ্ধে না জড়িয়ে কূটনৈতিকভাবে নিজেদের সমস্যা সমাধান করতেন।’

এছাড়াও তিনি বলেন, ‘এমনকি স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানবিক নিরাপত্তা নিয়েও কাজ করেছেন যা নাকি বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাড়াতে সক্ষম হয়েছেন। তিনি ছিলেন শান্তি ও নিরাপত্তা কেন্দ্রিক একজন আদর্শ নেতা।’

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মো: বদরুল ইসলাম সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন প্রগতিশীল চিন্তাধারী। তিনি বাংলাদেশের পররাষ্ট্রকে অন্যতম উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন এবং তার কূটনৈতিক ভাবনায় স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিদ্ধস্ত বাংলাদেশ পুনর্গঠনে অন্যতম ভূমিকা রাখেন।
এছাড়াও তিনি সকলকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহবান জানান।’

আজকের সারাদেশ/১০আগস্ট/এএইচ

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত