সকাল ১০:৩৫, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে বন্যায় নিহত বেড়ে ১৬, এখনো নিখোঁজ ৩ জন

আজকের সারাদেশ প্রতিবেদন:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সোমবার রাত থেকে কার্যত পানির নিচে চলে যায় চট্টগ্রামের দক্ষিণ অঞ্চল। পরদিন বিকেল পর্যন্ত পানি বেড়ে তলিয়ে যায় চন্দনাইশ, সাতকানিয়া,  লোহাগড়া,  বাঁশখালি সহ বিভিন্ন উপজেলা। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাতকানিয়া উপজেলা।  এই উপজেলার সবটাই পানির নিচে ছিল অন্তত ৩০ ঘন্টা। সোমবার রাত থেকে বন্ধ থাকে বিদ্যুৎ। যান চলাচল বন্ধ হয়ে যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে। সাতকানিয়া-বান্দরবান সড়কও তলিয়ে যায় পানিতে। দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন থাকায় বন্ধ হয়ে যায় মোবাইল নেটওয়ার্কও। এতে যোগাযোগ ব্যবস্থায় ধস নামে পুরো অঞ্চলে। নিরাপদ আশ্রয়স্থলে ছুটতে থাকে বন্যাদুর্গতরা। এতে অনেকেউ তলিয়ে যায় পানির স্রোতে। মঙ্গলবার থেকে তলিয়ে যাওয়াদের মরদেহ ভেসে উঠতে থাকে। বৃহস্পতিবার পর্যন্ত চন্দনাইশে ২ জন, সাতকানিয়ায় ৭ জন  ও লোহাগাড়ায় ৪ জনসহ অন্তত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। বন্যায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৩ জন।

চট্টগ্রাম জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদার জানান, এখন পর্যন্ত বন্যায় চট্টগ্রামের ৫ উপজেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে তিন জন। নিহতদের মধ্যে সাতকানিয়ায় ৬ জন, লোহাগড়ায় ৪ জন, চন্দনাইশে ২ জন, বাঁশখালী ও রাউজানে একজন করে এবং চট্টগ্রাম মহানগরে ১ জন রয়েছে। এখন পর্যন্ত সাতকানিয়ায় ৩ জন নিখোঁজ রয়েছে। এদিকে চন্দনাইশেও ১ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

তবে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, ‘সাতকানিয়া উপজেলায় ৬ জন নিহত ও ৩ জন নিখোঁজ ছিল। বিকেলে নিখোঁজ তিনজনের মধ্যে একজনের মরদেহ পাওয়া গেছে। এখন নিহত মোট ৭ জন ও নিখোঁজ ২ জন।’

সেই হিসেবে এখন পর্যন্ত চলমান বন্যায় চট্টগ্রামে ১৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, সর্বশেষ বৃহস্পতিবার সকালে লোহাগাড়ার আমিরাবাদ ও পদুয়া এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন কলেজছাত্র সাকিব ও অটোরিকশা চালক আব্দুল মাবুদ। এইদিন  সাতকানিয়ায় পাওয়া যায় আরো ৪ মরদেহ। তারা হলেন সাতকানিয়া পৈরসভার মো. সাকিব, মো. ইদ্রীস, মো. বদিউল আলম ও আব্দুর রহীম। এর আগে সোমবার চট্টগ্রামে জলবদ্ধ সড়কে ডুবে মারা যান কলেজছাত্রী নিপা পালিত। পরদিন লোহাগড়ায় বিশ্ববিদ্যালয়ছাত্র জারিফের মরদেহ উদ্ধার করা হয়। এরপর বুধবার একই উপজেলায় ভেসে উঠে কৃষক আসহাবের মরদেহ। একইদিন সাতকানিয়ায় শিশু জান্নাতুল ফেরদৌস, হেলাল,  সোভা কারণ এবং চন্দনাইশে আবু সৈয়দ ও আনাস নামের দাদা-নাতির মরদেহ ভেসে উঠে। এইদিন ভোরে কর্ণফুলী থেকে শাহেদ হোসেন বাবু নামের এক তরুণ উদ্যোক্তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার বিকেলে রাউজানে মৎস খামার থেকে ফেরার পথে রাউজানে নৌকা ডুবে নিখোজ হয়েছিলেন তিনি।

এছাড়াও শনিবার বাঁশখালিতে অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে মো. মিজবাহ নামের এক শিশু নিহত হয়।

এছাড়া দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যানুযায়ী সাতকানিয়ায় ২ জন ও চন্দনাইশে ১ জন নিখোঁজ রয়েছেন।

নেই উদ্ধার তৎপরতা:

দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়ের সৃষ্টি হলেও উদ্ধার তৎপরতায় খুব বেশি জোর দেখা যায়নি। স্থানীয়দের অভিযোগ সাতকানিয়া-লোহাগাড়ায় এখনো এখনো পানিবন্দী লক্ষাধিক মানুষ। পেশাগত কারণে এলাকার বাইরে থাকা অনেকেই এখনো স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদার বলেন, ‘আমরা নিহতদের তথ্য সংগ্রহ ও ত্রান কর্যক্রম নিয়ে ব্যস্ত আছি। উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী রয়েছে।’

আজকের সারাদেশ/১০আগস্ট/এএইচ

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত