দুপুর ১:৪৩, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ যুবক আটক

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ৫০ লাখ টাকা সমমূল্যের ৫ টি দেশের বৈদেশিক মুদ্রাসহ মোহাম্মদ সোহেল নামের এক যুবককে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা  (এনএসআই) ও শুল্ক গোয়েন্দার সমন্বিত অভিযানে বিমানবন্দরের আন্তর্জাতিক এ্যান্টি হাইজ্যাকিং গেইট থেকে তাকে আটক করা হয়। 

আটক মোহাম্মদ সোহেল চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম জোনে কর্মরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) একজন উপ-পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক এ্যান্টি হাইজ্যাকিং গেইট থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১ লাখ ৩৬ হাজার ৮৫০ ইউএই দিরহাম, ৮ হাজার ৩৫০ ইউএস ডলার, ৬১৮ ওমানি রিয়াল, ৪০০ সৌদিন রিয়াল এবং ২০০ ইউরো উদ্ধার করা হয়। উদ্ধার এসব বৈদেশিক মুদ্রা সব মিলিয়ে ৪৬ হাজার ৭৮৬ মার্কিন ডলারের সমান। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৫০ লাখ ৭৬ হাজার ৪৪৫ টাকার সম পরিমাণ।

এনএসআইয়ের ওই কর্মকর্তা বলেন, ‘ওই যাত্রীকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়েছে। তিনি এসব মুদ্রা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারযাহ যাচ্ছিলেন। তাকে জিজ্ঞাসাবের পর তার হাতব্যাগ থেকে মুদ্রাগুলো উদ্ধার করা হয়। তিনি ঘটঘন বিদেশে যাতায়াত করেন। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হচ্ছে।’

বৈদেশিক মুদ্রা নীতিমালা অনুযায়ী একজন যাত্রী এক বছরে সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা সঙ্গে করে বিদশে নিয়ে যাতে পারেন। কিন্তু ওই যাত্রীর কাছে এর বেশি বৈদেশিক মুদ্রা পাওয়ায় মুদ্রাগুলো উদ্ধার ও তাকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

আজকের সারাদেশ/১১আগস্ট/এএইচ

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত