আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যায় নিখোঁজ দুই শিশুসহ আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) উপজেলার বিভিন্ন স্থান থেকে তিনজন মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
উদ্ধার তিনজন হলেন, ১. দক্ষিন চরতী ইউনিয়নের মো. সেলিম শহিদুল ইসলাম (০৩)। তার মরদেহ তালগাঁও বাজারের পূর্ব পাশে বিলে ভাসমান আবস্থায় পাওয়া যায়। ২. কাঞ্চনা এলাকার মো আরিফের মেয়ে সানজিদা আক্তার (০৪)। যার মরদেহ উত্তর ব্রাহ্মনডেঙ্গা হিন্দু পাড়া এলাকায় ভাসমান আবস্থায় পাওয়া যায়। ৩. মলেয়াবাদ
কালিয়াইশ ইউনিয়নের মৃত ফজর আহমদের ছেলে মো. ইদ্রিস (৫৫)।
এসব তথ্য আজকের সারাদেশকে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত।
তিনি বলেন, আজকে দুইশিশুসহ তিনজনের মরদেহ বিভিন্ন স্থান থেকে স্থানয়ীরা উদ্ধার করেছেন। এর আগে তারা বিভিন্ন সময় বন্যার পানিতে তলিয়ে নিখোঁজ হয়। আইন প্রক্রিয়া শেষে মরদেহগুলো দাফন করা হয়েছে।
এর আগে গতকাল সাতকানিয়া পৌরসভার এলাকার নিখোঁজ মো. ইদ্রিসের নামের আরও এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে স্বজনরা।
এসএম