ক্রীড়া ডেস্ক:
অবশেষে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিয়েই আসন্ন এশিয়া বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
ইএসপিএন ক্রিকইনফো জানায়, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু শনিবার দল ঘোষণা করেন।
স্কোয়াডে ওপেনার হিসেবে জায়গা করে নিয়েছেন নবাগত তানজিদ হাসান। তামিম ইকবালের ইনজুরির মধ্যে দলে ডাক পেলেন ২২ বছর বয়সী এ ব্যাটার।
স্কোয়াডে ফিরিয়ে আনা হয়েছে শামীম হোসেন, মেহেদি হাসান ও নাসুম আহমেদকে, তবে ১৭ সদস্যের মধ্যে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের।
সাকিব আল হাসানকে ওয়ানডে অধিনায়ক ঘোষণার এক দিন পর এশিয়া কাপের দল ঘোষণা করল বাংলাদেশ।
শ্রীলঙ্কার পাল্লেকেলেতে আগামী ৩১ আগস্ট লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন।
বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদি হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও মোহাম্মদ নাইম।
আজকের সারাদেশ/১২আগস্ট/এএইচ