রাত ৯:০৩, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রদলকে ক্যাম্পাসে যেতে মানা ‘ক্যাম্পাসছাড়া’ ছাত্রলীগ সভাপতির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

একের পর এক নানা বিতর্কিত কর্মকাণ্ডের পর নিজ অনুসারিদের রোষানলে পড়ে অনেকটা ক্যাম্পাসছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। নিজের সাবেক অনুসারিরাই তাকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেছেন। তাই অনেকটা অনেকটা লুকিয়েই ক্যাম্পাসে আসা-যাওয়া করেন এই নেতা। কদিন আগে কর্মীদের হাতে নাজেহালও হয়েছেন তিনি। সেই রুবেল  সদ্য ঘোষিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটির নেতাদের ক্যাম্পাসে যেতে মানা করে দিয়েছেন।

ছাত্রলীগ সভাপতির এমন ঘোষণায় ছাত্রদলের নেতাকর্মীরা যেমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, তেমনি হাস্যরসের সৃষ্টি হয়েছে ছাত্রলীগের মধ্যেও। তাঁরা প্রশ্ন তুলেছেন, রুবেল কি এই ঘোষণা কি ক্যাম্পাসে বসে দিয়েছেন, না বাইরে কোথাও থেকে?

শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পরপরই ফেসবুকে পোস্ট দিয়ে ক্যাম্পাসে না যেতে মানা করে দেন চবি ছাত্রলীগ সভাপতি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ছাত্রদলের কমিটি হইছে, কমিটি নিয়ে বাসায় থাকবেন, ক্যাম্পাসে আসার চেষ্টা দয়া করে করবেন না৷ ছাত্রলীগের নেতা-কর্মীরা হিজবুত তাহেরী এবং ছাত্রদলকে একবিন্দু ছাড় দিবে না। হিজবুত তাহেরী সাবধান, ছাত্রদলের নতুন কমিটি দয়া করে বাসায় থাকবেন৷”

ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ পাওয়া আবদুল্লাহ আল নোমান অবশ্য ছাত্রলীগ সভাপতির এমন ঘোষণা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, পাগলের কথা পাগল বলছে। আগেও সে এরকম পোস্ট করেছে৷ পোস্টের পরের দিনই আমরা ক্যাম্পাসে মিছিল নিয়ে গিয়েছি৷ এবারও যাব ইনশাআল্লাহ।

সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসীন বলেন, ‘আমরা অবশ্যই ক্যাম্পাসে আসব। সে বাঁধা দেয়ার কে? আমাদের মিছিল মিটিং সবই চলবে ইনশাআল্লাহ।’

সর্বশেষ গত ২০১৬ সালের ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খুরশেদুল আলমকে সভাপতি ও মার্কেটিং বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্র। তবে সে কমিটিতে সন্তুষ্ট হতে পারেনি শাখা ছাত্রদল। তাই, ঘোষণার সাত মাসের মধ্যেই কমিটিকে ২৪৩ সদস্যে উন্নীত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

অবশ্য বহুদিন ধরে ক্যাম্পাসে সেভাবে প্রকাশ্যে রাজনীতি করতে পারছে না ছাত্রদল। নিজেদের মধ্যে দ্বন্দ্ব তো আছেই। আবার ছাত্রলীগের হামলার ভয়েও তাঁরা মাঝেমধ্যে মিছিল বের করলেও সেটি করেন অনেকটাই গোপনে। ঝটিকা মিছিল বের করে ছবি তুলে সটকে পড়েন তাঁরা। ছাত্রলীগ সভাপতির এমন ঘোষণার প্রতিক্রিয়ায় তাঁরা কি করেন সেটিই এবার দেখার বিষয়!

আজকের সারাদেশ/১২আগস্ট/এএইচ

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত