রাত ১১:৫৭, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

‌‘বিএনপি এক দফার ফাঁদে পরে মরণ যন্ত্রণায় ছটফট করছে’

আজকের সারাদেশ প্রতিবেদন:

বিএনপি এক দফার ফাঁদে পরে মরণ যন্ত্রণায় ছটফট করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১২ আগস্ট) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ সড়কে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির এক দফার খবর আস্তে আস্তে মিলিন হয়ে যাচ্ছে। বিএনপি এখন মিছিল করলে লোক কমে যায়। বিএনপির মিছিল এখন লম্বায় কমে যায়। প্রস্থে বেড়ে যায়।

নির্বাচনকে সামনে রেখে বিদেশিদের আনাগোনার সমালোচনা করে তিনি বলেন, বিশ্বের কোথাও ত কেউ প্রশ্নের সম্মুখীন হচ্ছে না।

বিদেশিদের প্রতি প্রশ্ন রেখে বলেন, কি অপরাধ আমাদের গণতন্ত্রের? কি অপরাধ আমাদের উন্নয়নের? গণতন্ত্র আছে বলেই বাংলাদেশে আজ উন্নয়নের মুখ দেখছে। গণতন্ত্র না থাকলে আমরা এ যাত্রা অব্যাহত রাখতে পারতাম না।

ইউরোপ ও আমেরিকার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, যারা গণতন্ত্রের প্রবক্তা, মানবতার প্রবক্তা তারা ইউক্রেন এক বছরে ৭৫ বিলিয়ন ডলার পাঠিয়েছে। রেজাল্ট কি? যুদ্ধ কি বন্ধ হয়েছে?

তিনি আরও বলেন, সোমালিয়ায় প্রতি মিনিটে একজন করে মানুষ না খেয়ে মারা যাছে, সুদানে মিনিটে মিনিটে দুই জেনারেলের দ্বন্দে প্রাণ যাচ্ছে। সেখানে ত আপনারা কিছু করতে পারেন না।

ইসরাইল ওয়াশিংটনের দুষ্টু ছেলে বলে সম্বোধন করে তিনি বলেন, ইসরাইল প্রকাশ্যে সাংবাদিক হত্যা করে কিন্তু ইসরাইল কে শাসন করার সাহস ওয়াশিংটনের নাই। তারা পেয়েছে বাংলাদেশকে, পান থেকে চুন খসলে ভিসা নীতি, নিষেধাজ্ঞা।

তিনি বলেন, মাত্র দুদিন আগে বিশ্বব্যাংক বলে গেছে বাংলাদেশের উন্নয়নকে অনুসরণ করতে। আই এম এফ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে। বাংলাদেশ উন্নয়নে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।

ওবায়দুল কাদের বিএনপির প্রতি প্রশ্ন রেখে বলেন, ক্ষমতার মালিক কি আপনার বাপদাদা? ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক আর বাংলাদেশের জনগণ। তাদের অন্তরে জালা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে দিবে না। বিএনপি যে ক্ষমতা দিবে সে ক্ষমতার দরকার আমাদের নেই।

প্রধানমন্ত্রীর প্রতি সবাইকে আস্থা রাখার আহবান জানিয়ে তিনি বলেন, আপনারা ধৈর্য্য দরুন। একজন মানুষের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। উনি বঙ্গবন্ধু কন্যা। তিনি আপনাদের জন্য, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাত-দিন কাজ করেন। রাতে মাত্র সাড়ে তিন ঘন্টা ঘুমান। বাংলাদেশের কথা ভাবেন। আমাদের বঙ্গবন্ধুর কন্যা জিনিসপত্রের দাম কমানোর জন্য অভিরাম চেষ্টা করে যাচ্ছেন।

সভার সভাপতিত্ব করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি জামাল উদ্দীন চৌধুরী ও সভা পরিচালনা ও করেন মহাসচিব কামরুল হাসান।

এসএম

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত