কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে চিহ্নিত অস্ত্রধারী মো.শাহাব উদ্দিনকে একটি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।
রবিবার (১৩ আগস্ট) রাত সাড়ে বারোটার সময় তাকে আটক করা হয়।
মহেশখালী থানা পুলিশ জানায়,গোপন সংবাদ পেয়ে শাপলাপুরের মনিপুর সাকিনে অভিযান পরিচালনা করে তাকে একটি দেশীয় তৈরি অস্ত্র (এলজি) সহ গ্রেপ্তার করা হয়।
মো. শাহাব উদ্দিন (৪৩), শাপলাপুর ইউনিয়নের ধুইল্যাছড়ি এলাকার মৃত বশির আহমদ প্রকাশ গাঁজা বশিরের ছেলে।
মহেশখালী থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিন বলেন, আসামির বিরুদ্ধে পূর্বের ০২ টি অস্ত্র মামলাসহ ০৮ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।