আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এইচএসসির প্রথম চারটি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করে বোর্ড কর্তৃপক্ষ।
রোববার (১৩ আগস্ট) দুপুরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ নতুন চার পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা দিয়ে বলেন, এইচএসসির ১৭ আগস্টের বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে ২৭ সেপ্টেম্বর, ২০ আগস্টের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ১ অক্টোবর, ২২ আগস্টের ইংরেজী প্রথম পত্র ২ অক্টোবর আর ইংরেজী দ্বিতীয় পত্র ৩ অক্টোবরে অনুষ্ঠিত হবে।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার প্রথম চারটি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ ১, ৩, ৫ ও ৮ অক্টোবর।
এর আগে, প্রাকৃতিক দুর্যোগের কারণে শুক্রবার রাতে তিন শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা পেছানো হয়। যা ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট শুরু হবে বলে জানানো হয়।
এসএম/এএইচ