বিনোদন ডেস্ক:
সাকিব-অপু এক হচ্ছেন ফের- এমন গুঞ্জনই চাউর হয়েছে দেশের চলচ্চিত্র অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধমে ছড়িয়ে পড়া সাকিব-অপুর একসঙ্গে ঘুরাঘুরির কিছু স্থিরচিত্রই এমন গুঞ্জনের কারণ। এই গুঞ্জনের মধ্যেই হঠাৎ করে অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিলেন ‘ম্যারিটাল স্ট্যাটাস’। তা হলে কাকে বিয়ে করেছেন অপু বিশ্বাস? এমন প্রশ্ন নেটিজেনদের মনে। অন্যদিকে অভিনেত্রীকে শুভেচ্ছায় ভাসাচ্ছিলেন তার ভক্তরা।
অপু বিশ্বাস তার ফেসবুক প্রোফাইলের সিঙ্গেল স্ট্যাটাস বদলে লিখে দিলেন ‘গট ম্যারেড’। কিন্তু এক ঝটকায় উড়ে গেল সেই স্ট্যাটাস। ৫ মিনিটের মাথায় পোস্টটি মুছে যায়।
এতে অবশ্য অনেকেই ধরে নিয়েছেন, অপুর প্রোফাইল হ্যাক হয়েছে। কিন্তু ঘটনাটি হ্যাকার ঘটায়নি। করেছেন অপু বিশ্বাস নিজেই।
এ প্রসঙ্গে গণমাধ্যমে অপু বিশ্বাস বলেন, ‘হ্যাক হয়নি। আমি নিজেই এই অঘটন ঘটিয়েছি। ইনফো চেক করতে গিয়ে ভুলে এটা হয়েছে। দ্রুতই সরিয়ে নিয়েছি। এর জন্য আমি সবার প্রতি দুঃখিত।’
আজকের সারাদেশ/১৩আগস্ট/এএইচ