দুপুর ২:৫০, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ফাইনালে পাঁচ গোলে ব্রাজিলকে হারালো প্যারাগুয়ে

আজকের সারাদেশ প্রতিবেদন:

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করতে হয়েছে ব্রাজিলকে। রোববার (১৩ আগস্ট) বিচ সকারের ফাইনালে প্যারাগুয়ের কাছে ৫-৩ গোলে পরাজিত হয় ব্রাজিলের যুবারা।

২০১৭ সালে অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা ব্রাজিল দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটির রানার্সআপ হয়েছে। এর আগে, ২০১৯ সালেও ফাইনাল হেরে রানার্সআপ হয়েছিল তারা।

এদিকে, ফাইনাল হারলেও ব্রাজিলের অন্তরবর্তীকালীন কোচ কার্লোস জ্যাকস দলের পারফরম্যান্সে খুশি। তিনি বলেন, আমি খেলোয়াড়দের পারফরম্যান্সে গর্বিত। বোর্ডের পক্ষ থেকে দারুণ সহযোগিতার জন্য আমি তাদের ধন্যবাদ জানায়। খেলোয়াড়দের ধন্যবাদ জানায় তাদের পরিশ্রম এবং লড়াকু মনোভাবের জন্য। টুর্নামেন্টের তিন আসরের ফাইনাল খেলে আমরা মাথা উঁচু করেই বিদায় নিয়েছি।

এর আগে, দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-চিলি। ম্যাচটিতে ব্রাজিল ৪-৩ গোলে হারায় চিলিকে। চিলির ইকুইকে গত ৫ আগস্ট শুরু হয় দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ। গ্রুপ পর্বে কলম্বিয়া, পেরু, ভেনেজুয়েলা ও আর্জেন্টিনা এবং সেমিফাইনালে সেলেসাওরা হারায় স্বাগতিক চিলিকে।

আজকের সারাদেশ/১৪ আগস্ট

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত