আজকের সারাদেশ প্রতিবেদন:
বেশ কিছুদিন ধরে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যাচ রেফারি হিসেবে লম্বা সময় কাজ করা দেবব্রত পাল ।
তবে খেলা ও রেফারি একসাথে না চালিয়ে গতকাল (১৩ আগস্ট) ম্যাচ রেফারি থেকে পদত্যাগ করেছেন তিনি । বিষয়টি নিশ্চিত করেছেন দেবব্রত পাল নিজেই ।
পদত্যাগ নিয়ে দেবব্রত বললেন, ‘হ্যাঁ, গতকাল পদত্যাগ করেছি। আমি আর কাজটা উপভোগ করছি না। এত সময়ও নেই। ব্যক্তিগত কাজ বেড়ে গেছে।’ গতকাল (১৩ আগস্ট) বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর কাছে পদত্যাগ জমা দিয়েছেন দেবব্রত।
বিসিবি সূত্র জানা যায়, সম্প্রতি বিএনপির বিভিন্ন কর্মসূচি ও মিছিলে অংশ নেয় দেবব্রত। সর্বশেষ গতকাল ক্রীড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান তিনি সঞ্চালনা করেছেন, যেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি নিয়ে বিসিবির দুজন পরিচালক সরাসরি আপত্তি তুলেছেন সাবেক ক্রিকেটারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এরপরই পদত্যাগ করেন দেবব্রত।
উল্লেখ্য, বিসিবির ম্যাচ রেফারি হিসেবে পদত্যাগ করলেও ক্রিকেটার কল্যাণ সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক হিসেবে কাজ চালিয়ে যাবেন দেবব্রত।
আজকের সারাদেশ/১৪ আগস্ট