চবি প্রতিনিধি:
সদ্য ঘোষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি থেকে পদত্যাগ করেছে নব মনোনীত সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশিদ মামুন।
সোমবার (১৪ আগস্ট) মামুন উর রশিদ মামুনের কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন।
পদত্যাগপত্রে মামুন উর রশিদ মামুন উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মী হিসেবে দীর্ঘসময় ধরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আহ্বানে দেশরক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে একজন সক্রিয় কর্মী ছিলাম। দল আমাকে ইতিপূর্বে ছাত্রদল চবি শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিল। আমি আমার সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে অত্যন্ত নিষ্ঠা এবং কর্তব্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছি। এ দায়িত্ব পালন করতে গিয়ে আমি এবং আমার সহযোদ্ধাদের জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হতে হয়েছে।
গত ১১ আগস্ট ঘোষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটিতে ত্যাগী এবং নির্যাতিত সহযোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি। ঘোষিত এ কমিটির নেতৃত্বে তারেক রহমানের এক দফা দাবী আদায়ের সংগ্রামে ছাত্রদলের কর্মীসহ সাধারণ ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করে আন্দোলনে ভূমিকা রাখা সম্ভব নয় বলে মনে করি।
তাই আমি চবি ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রাম এবং তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনে একজন সক্রিয় কর্মী হিসেবে মাঠে ছিলাম, থাকবো এবং আজীবন জিয়া পরিবারের প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস আমার থাকবে।
এসএম