আজকের সারাদেশ প্রতিবেদন:
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় অঞ্চল দাগেস্তানের একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন শিশুসহ ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ব্হু।
রাজধানী মাখাচকালারের একটি অটো মেকানিক দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা পেট্রোল পাম্পে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১৫ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পেট্রোল পাম্পে বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ড আশপাশের ভবনেও ছড়িয়ে পড়ে। দূর থেকেও ধোঁয়া দেখা যায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলকর্মীরা। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুরুত্বর আহত অবস্থায় অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে ২৬০ জন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়াও গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সেখানে একটি বিমানও রয়েছে।
আজকের সারাদেশ/১৫ আগস্ট