আজকের সারাদেশ প্রতিবেদন:
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে আছে সারা দেশে দোয়া মাহফিল, লিফলেট বিতরণ, গণমিছিল ও পদযাত্রা।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার আরোগ্য আগামীকাল বুধবার (১৬ আগস্ট) সারা দেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ১৭ আগস্ট সারাদেশে লিফলেট বিতরণ এবং ১৯ আগস্ট সব মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা অনুষ্ঠিত হবে।
রিজভী বলেন, অবৈধ, লুটেরা ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের দাবিতে ১৮ আগস্ট যুগপৎ আন্দোলনের ধারায় ঢাকা মহানগরসহ সব মহানগরে গণমিছিল করা হবে।
তিনি বলেন, গত ২৮ ও ২৯ জুলাই থেকে আজ পর্যন্ত সারা দেশে ৮৫০ জন নেতা-কর্মী আহত হন। এই সময়ে গ্রেপ্তার হন ৫৫০ জন।
সরকার সর্বনাশা খেলায় মেতেছে মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের প্রাক্কালে যেভাবে নির্বাচনী মাঠ শূন্য করার কৌশল নিয়েছিল নিশিরাতের সরকার, বর্তমানে তারই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদেরকে অদৃশ্য করা, গায়েবি মামলা দেয়া, পাইকারি হারে গ্রেপ্তার, বাসায় বাসায় হানা দেয়া, পরিবারের লোকজনদের সঙ্গে দুর্ব্যবহার করা, পেন্ডিং মামলায় জেলগেট থেকে বারবার গ্রেপ্তার করে কারাগারে আটকে রাখা ইত্যাদি করে সর্বনাশা খেলায় মেতে উঠেছে আওয়ামী লীগের সরকার।’
বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমান আওয়ামী সরকার অবৈধ ও দখলদার সরকার। আগামী নির্বাচনেও তারা দখলের মহাপরিকল্পনা চূড়ান্ত করছে। আওয়ামী লীগ এমন একটি দলে পরিণত হয়েছে যে, দলটি প্রমাণ করে তারা কোনো মানবিক পরিবেশ থেকে উৎসারিত নয়। এদের কাছে গণইচ্ছার কোনো দাম নেই। এরা এমন একটি নিপীড়ক দল যারা বহু মত ও পথকে শত্রুজ্ঞান করে।’
এসএম