আজকের সারাদেশ প্রতিবেদন:
বিএনপি সত্যের মুখোমুখী হতে ভয় পায় জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা কিছু প্রশ্নের উত্তর এখনো দেয়নি।
তিনি বলেন, ‘ইতিহাসের অনেক প্রশ্ন আছে। সেসব প্রশ্নের জবাব বার বার চেয়েও বিএনপির কাছ থেকে পাওয়া যায়নি। জিজ্ঞাসা করেছিলাম, ১৫ আগস্টের খুনিদের নিরাপদে বিদেশে পাঠাল কে? তাদের বিদেশে চাকরি দিয়ে পুরস্কৃত করল কে? সেই প্রশ্নের উত্তর বিএনপির কোনো নেতা আজও দেননি। আসলে তারা সত্যের মুখোমুখি হতে ভয় পান।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওবায়দুল কাদের বলেন,‘মির্জা ফখরুলকে আমি বার বার একই প্রশ্ন করেছি। খন্দকার মোস্তাকের সংবিধানের পঞ্চম সংশোধনী বাংলাদেশের সংবিধানের অন্তর্ভুক্ত করেছিল কে? পঞ্চম সংশোধনী কে করেছিল? এটা করেছিলেন জিয়াউর রহমান।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা আব্বাস যখন বলেন- সংবিধান কাঁটাছেড়া করেছে আওয়ামী লীগ, তাদের কাঁটাছেড়া সংবিধান আমরা মানি না; মির্জা আব্বাসের লজ্জা করে না? জিয়াউর রহমান এই সংশোধনী এনেছিলেন বঙ্গবন্ধুর খুনিদের বিচার বন্ধ করতে।
‘হত্যা যে করে আর হত্যায় যে মদদ দেয়, উভয়েই সমান অপরাধী। হত্যাকারীদের দুঃসাহস দিয়েছেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের দুঃশাসন না হলে পৃথিবীতে এ ঘটনা ঘটত না।
তিনি বলেন, ‘১৫ আগস্টের ঘটনার সব সত্য আমরা এখনও জানি না। সব সত্য এখনও বের হয়ে আসেনি। অনেক তথ্য অজানা রয়ে গেছে।
‘সত্য প্রকাশ হবেই। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন, সেখানে অনেক সত্য বেরিয়ে এসেছে। কিন্তু এই সত্য আমরা কতজন স্বীকার করি?’
আজকের সারাদেশ/১৬আগস্ট/এএইচ