বিকাল ৪:৪৫, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিচারককে ঘুষ সেধে পুলিশ সদস্য প্রত্যাহার

আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামে আদালত চলাকালে মহানগর আদালতের এক বিচারককে ঘুষ সাধার অভিযোগে মো. দুলাল মিয়া নামের পুলিশের কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার বিকেল সোয়া তিনটার দিকে চট্টগ্রাম মহানগর হাকিম সরওয়ার জাহানের আদালতে এই ঘুষ সাধার ঘটনা ঘটে। এই ঘটনায় আদালত তৎক্ষণাত ওই পুলিশ সদস্যকে আটক করে তার উর্ধতন কর্তৃপক্ষকে খবর দেন। এতে ওই পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ কনস্টেবল চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখায় কর্মরত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, বিকেল তিনটার পর ওই পুলিশ সদস্য একটি পারিবারিক মামলার নথি নিয়ে বিচারকের কক্ষে দেখা করতে যান। নথির সঙ্গে একটি টাকার বান্ডিল দিয়ে ওই মামলার আসামির জামিনের বিষয়ে তদবিরের চেষ্টা করেন। এতে আদালত তাকে আটক রেখে তার উর্ধতন কর্তৃপক্ষকে খবর দেন।

এই বিষয়ে নগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) এস এম হুমায়ুন কবীর বলেন, ‘এরকম একটি ঘটনার পর আদলত এডিসিকে (অতিরিক্ত উপ-কমিশনার) ডেকে বিষয়টি জানান। এতে তৎক্ষণাৎ তাকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তীতে আমাদের উর্ধতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিবেন।’
ঘটনার বিষয়ে আদালতের বেঞ্চ সহকারি মো. বকতিয়ার উদ্দিন বলেন, ‘এরকম একটা ঘটনার বিষয়ে শুনেছি। তবে ওই সময় আমি আদালতের বাইরে ছিলাম, তাই বিস্তারিত দেখিনি।’

আজকের সারাদেশ/১৬আগস্ট/এএইচ

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত