সকাল ৬:১২, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ, ৩ মামলায় সাড়ে চারশ আসামি

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় তিনটা মামলা দায়ের করা হয়েছে। তিন মামলায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের এজহারনামীয় ৬৫ জনসহ অজ্ঞাত আরো ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। 

মঙ্গলবার রাতে নগরীর কোতোয়ালি ও খুলশী থানায় পৃথকভাবে মামলা তিনটি দায়ের করে পুলিশ।

এরমধ্যে পুলিশের ওপর হামলা ও পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে এবং বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করা হয়৷ পুলিশের ওপর হামলার অভিযোগে অন্য মামলাটি দায়ের করা হয় খুলশী থানায়। 

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবীর জানান, কোতোয়ালি থানায় দায়ের করা দুই মামলায় ঘটনাস্থল থেকে আটক ৪০ জন এবং জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মো. শাহাজাহানসহ আরো ২৫ জনকে এজহারনামীয় এবং অজ্ঞাত আরো ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে আটক ৪০ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে, বাকীরা পলাতক। 

পুলিশের ওপর হামলার অভিযোগে খুলশী থানায় দায়ের করা মামলায় অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।

এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে মঙ্গলবার বিকেল পাঁচটায় নগরীর জামিয়াতুল ফালহ মসজিদ ময়দানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেয় জামায়াত। পরবর্তী লতে পুলিশের আপত্তির মুখে জানাজা স্থগিত করে তারা। তবে জানাজা স্থগিত ঘোষণার পরও বিকেল থেকে জামিয়াতুল ফালাহ মসজিদ এলাকায় জড়ো হতে থাকে জামায়াত-শিবিরের কর্মীসমর্থক ও সাইদীর অনুসারীরা। 

একপর্যায়ে জামায়িতুল ফালাহ মসজিদের অদূরে আলমাস সিনেমা হলের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। কিছুক্ষণপর মধ্যেই কাজীর দেউড়ি,  ওয়াসা ও জিইসি মোড় এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। 

আজকের সারাদেশে/১৬আগস্ট/এএইচ

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা