রাত ৮:০৭, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চবি লেখক ফোরামের নতুন নেতৃত্বে সিফাত-রেদ্ওয়ান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

পাঁচ শতাধিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ লেখকের সমন্বয়ে গঠিত বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার দুই সদস্যের কার্যনির্বাহী কমিটি ২০২৩-২৪ ঘোষিত হয়েছে।

এতে সভাপতি পদে মনোননয় পেয়েছেন সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মু. ইত্তেখারুল ইসলাম সিফাত এবং সাধারণ সম্পাদক পদে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেদ্ওয়ান আহমদ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত ফোরামের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর এবং লেখক ফোরামের উপদেষ্টা চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক অলিউর রহমান।

আরও উপস্থিত ছিলেন লেখক ফোরামের সাবেক কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন, চবি শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আরমান শেখ ও সাধারণ সম্পাদক মো. রাফসান, বিদায়ী সভাপতি আকিজ মাহমুদ এবং সাধারণ সম্পাদক মুরাদ হোসেন-সহ ফোরামের সদস্যবৃন্দ।

এতে সভাপতিত্ব করেছেন চবি লেখক ফোরামের বিদায়ী সভাপতি আকিজ মাহমুদ। সঞ্চালনায় ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক মুরাদ হোসেন এবং সদস্য কারিশমা ইরিন।

নতুন কমিটির সভাপতি মু. ইত্তেখারুল ইসলাম সিফাত বলেন, প্রথমেই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় লেখক ফোরামকে, আমাকে যোগ্য মনে করে দায়িত্ব অর্পণ করার জন্য। সকলের সৃজনশীল সহযোগিতা ও পরামর্শ নিয়ে চবি লেখক ফোরামকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখি।

সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পাওয়া রেদ্ওয়ান আহমদ বলেন, লেখক ফোরামকে অসংখ্য ধন্যবাদ আমার উপর দায়িত্ব দেয়ার জন্য। আগামী এক বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সকলের বুদ্ধিবৃত্তিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।

উল্লেখ্য, ২০১৯ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

আজকের সারাদেশ/১৮আগস্ট

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত