আজকের সারাদেশ প্রতিবেদন:
১৭ আগস্ট সিরিজ বোমা হামলা নিয়ে আলোচনা সভায় ব্যানারে নাম না থাকার ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনের সাথে হাতাহাতি তে জড়ানোর ঘটনা ঘটেছে জামালপুরে সংরক্ষিত আসনের নারী এমপি হোসনে আরার সাথে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত আটটার দিকে জামালপুরের ইসলামপুরে এই ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের কর্তৃক বর্বোরচিত ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা নিয়ে আলোচনা সভায় সংরক্ষিত নারী এমপি হোসনে আরা উপস্থিত হয়ে ব্যানারে তার নাম না দেখে এবং তাঁকে অতিথি না করায় অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি ক্ষেপে যান। এমতাবস্থায় উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন তাঁকে থামাতে গেলে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে মঞ্চে থাকা নেতারা বাকবিতণ্ডা থামিয়ে দেয়। তার কিছুক্ষণ পর আবারও তাদের মধ্যে উত্তেজনা তৈরি হলে হাতাহাতির ঘটনা ঘটে। এতে একে অপর কে দায়ী করেছেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল এবং সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম এবং উপজেলা চেয়ারম্যান জামাল আব্দুন নাসের সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ বিষয়ে হোসনে আরা বলেন, আমি এ মুহূর্তে কিছু বলতে চাই না। আপনারা জেনেছেন সব, আমি জেলা আওয়ামী লীগের নেতাদের সাথে পরামর্শ করে তারপর বলবো। আমাকে লাঞ্ছিত করা হয়েছে।
এ ব্যপারে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বলেন, হোসনে আরা এমপি কে লাঞ্ছিত করিনি, তিনি বরং আমার হাতে ধাক্কা মেরেছে।
তিনি বলেন, অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানতে চান কেন তাঁকে অনুষ্ঠানের বিষয়ে জানানো হয়নি? তখন সামান্য কথা কাটাকাটি হয়, তার পরে আবার তিনি আমার হাত ধরে ধাক্কা দেয়।
এ ঘটনা সম্পর্কে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেন, এমপি হোসনে আরা আনোয়ার হোসেন এর উপর চড়াও হলে মিটমাট করে দেয়া হয়। এর অনেকক্ষণ পরে আবার এসে আনোয়ার এর হাত ধরে ধাক্কা দেয় তিনি।
আজকের সারাদেশ /১৮ আগস্ট