আজকের সারাদেশ প্রতিবেদন:
বঙ্গবন্ধুকে হত্যার পর আবার কোনো চক্রান্ত হলে ভেঙে ফেলা হবে বলে হুশিয়ারি দিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে তিনি আজ পুরো পৃথিবীতে অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর আবার কোনো চক্রান্ত করা হলে সে হাত আমরা উপড়ে ফেলে দেব, সে হাত ভেঙে দেব।’
জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে দিনাজপুর প্রেস ক্লাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘মির্জা ফখরুলের মনে মৃত্যুভয় ঢুকে গেছে। যারা স্বাধীনতাবিরোধী রয়েছে তাদের মনেও মৃত্যুভয় ঢুকে গেছে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সংবিধান পাল্টাতে পারেনি মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান চালুর করার চেষ্টা করেছিলেন। যাদের বাবা সংবিধান পাল্টাতে পারে নাই, আজ তাদের সন্তানরা বলছে, বাংলাদেশের সংবিধান পাল্টে ফেলবে।
‘বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষরা কি মরে গেছে? এ বি এম মুসা, (আবদুল) গাফফার চৌধুরীর উত্তরসূরিরা কি মরে গেছে? মরে যায় নাই।’
তিনি বলেন, ‘এ দেশে থাকতে হলে ঘোষণাপত্র, ইশতেহার, স্বাধীনতার ঘোষণা মানতে হবে। তার পরেই এই দেশে রাজনীতি করার সুযোগ আছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘জিয়াউর রহমান ১৯৮১ সালে সান্ধ্য আইন চালু করেন। তার সান্ধ্য আইনের কারণে সাধারণ জনগণ রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত বাড়ি থেকে বের হতে পারতেন না। অথচ তারা আজ আমাদের গণতন্ত্র শিখতে বলছেন।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে খালিদ মাহমুদ বলেন, ‘‘কয়েকদিন আগে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘কয়েকজন মানুষ আমাকে জিজ্ঞাসা করেছিল যে, আমি এত হাসি-খুশি থাকি কীভাবে।’ জবাবে তিনি জানান, বিএনপি দিবালোকের মতো দেখতে পাচ্ছে তারা ক্ষমতায় আসছে।”
খালিদ মাহমুদ বলেন, ‘ঢাকার মানুষ মির্জা ফখরুলকে ভালোভাবে চিনে না। তিনি তো ২০০৯ সালে ঢাকায় রাজনীতিতে আত্মপ্রকাশ করেছেন, কিন্তু আমরা তাকে ভালো করে চিনি। মির্জা ফখরুল দিনাজপুরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন, নাটক আবৃত্তি করতেন।’
আজকের সারাদেশ/১৮আগস্ট/এএইচ