দুপুর ২:৪৭, বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মাসেতুর ঢাকা-মাওয়া অংশে পরীক্ষামূলক রেল

আজকের সারাদেশ ডেস্ক:

প্রথমবারের মত পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে ঢাকা-মাওয়া অংশে পরীক্ষামূলক একটি রেল ট্রাক সফলভাবে চলাচল করেছে।

শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে রেল ট্রাকটি ঢাকার গেন্ডারিয়া রেলস্টেশন থেকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের উদ্দেশে ছেড়ে যায়। দীর্ঘ পথপাড়ি দিয়ে বেলা সাড়ে ১১ টার দিকে রেল ট্রাকটি মাওয়া গিয়ে পৌঁছায়। মাওয়া ক্যান্টমেন্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পের ব্যবস্থাপক- ২ বিগ্রেডিয়ার জেনারেল জামিউল রহমান জানিয়েছেন, আমরা আজকে রেল ট্র্যাক দিয়ে পরীক্ষামূলক ৮১ কিলোমিটার ট্রায়াল রান করেছি। সকাল ৯ টা ১৭ মিনিটে গেন্ডারি থেকে রওনা শুরু করে। কেরানীগঞ্জ কিছু কাজ ছিল সেটা পরিদর্শন করেন আমাদের ডিজি। গেন্ডারিয়া রেল স্টেশন থেকে জুরাইন হয়ে আলীগঞ্জ দিয়ে ভায়াডাক্ট ১ দিয়ে বুড়িগঙ্গা ধলেশ্বরী দিয়ে মাওয়া স্টেশনে গিয়েছি। সেখানে কিছুখন অবস্থান করে ভাঙ্গার উদ্দেশ্য রওনা দিয়েছি।

আমাদের ট্রায়াল পিরিয়ড সম্পূর্ণভাবে সার্থক হয়েছে। ট্রেন চলাচলের জন্য সম্পূর্ণ রেডি। কবে উদ্বোধন হবে সেটা বলতে পারছিনা। তবে আগামী সোমবার রেলমন্ত্রীকে নিয়ে রেল ট্র্যাকে চড়ে ঘুরে দেখবেন।

জানা গেছে, চলতি পথে রেল ট্রাকটিতে থাকা পর্যবেক্ষক দল ঢাকা-মাওয়া অংশে স্থাপিত রেল লাইনের বিভিন্ন পয়েন্টে ও স্টেশনে ত্রুটি বিচ্যুতিগুলো পর্যবেক্ষণ করে। পরে মাওয়া থেকে বেলা ১২ টার দিকে রেল ট্রাকটি মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যায়।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় রেল লিংক প্রকল্পের অধীনে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হচ্ছে। প্রায় ৪০ হাজার কোটি টাকার এই প্রকল্পের ঠিকাদার চীনের চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি (সিআরইসি)। এই প্রকল্পের কাজ তিন ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে—ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা এবং ভাঙ্গা থেকে যশোর।

আজকের সারাদেশ/১৯আগস্ট/এএইচ

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত