নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক মানের দেশীয় ব্রান্ডের কাপড়ের বিশ্বস্ত অনলাইন শপ ‘শপিংজোন বিডি’র চট্টগ্রামে প্রথম আউটলেট চালু করা হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে নগরীর জিইসি মোড়স্থ এরিয়েল লেজেন্ড নিচতলায় ফিতা কেটে পঞ্চম আউটলেটটি উদ্বোধন করেন শপিংজোন বিডির সিইও তানজিনা ইসলাম সর্মীর বাবা মোহাম্মদ ইদ্রিস খান।
এসময় উপস্থিত ছিলেন শপিংজোন বিডির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন রুবেল, শপিংজোন বিডিরি ফাউন্ডার ও সিইও তানজিনা ইসলাম সর্মী, নারী উদ্যোক্তা সামমিস এর সিইও শারমিন সাম্মী, ইবিডিবাজারের চেয়ারম্যান এয়াকুব বাদশা ও ডাইরেক্টর মোহাম্মদ উল্লাহ।
প্রতিষ্ঠানটির ফাউন্ডার ও সিইও তানজিনা ইসলাম সর্মী বলেন, আমাদের ঢাকায় ৪টি আউটলেট রয়েছে। চট্টগ্রামে এটি প্রথম আউটলেট শো-রুম। চট্টগ্রামে আমাদের অনেক কাস্টমার রয়েছে। আগে তারা অনলাইনে অর্ডার করতো। এখন আমাদের এই শো-রুম থেকে হাতে ধরে দেখে কাপড় নিয়ে যেতে পারবেন তারা। আমি চট্টগ্রামের বউ হিসেবে আমার ননদ-নদদীসহ সবাইকে আমাদের এই শো-রুমে আসতে বললো। এখন আমরা একটি কাপড় কিনলে আরেকটি ফ্রী পাবেন।
এখানে শাড়ি, থ্রি-পিচ, গাউন, বোরকা, হিজাব,প্যান্ট, শার্ট, পাঞ্জাবীসহ বাচ্চাদের পোষাক
কসমেটিকস অনলাইন এবং অফলাইনে পাওয়া যাবে এসব পণ্য।
চট্টগ্রাম শোরুমের ঠিকানা- সানমার ওশান সিটি দক্ষিণ পাশে, নাসিরাবাদ বয়েজ হাই স্কুলের উল্টোদিকে। জিইসি মোড়, এরিয়েল লেজেন্ড, নিচতলা।
আজকের সারাদেশ/১৯আগস্ট/এসএম