রাত ১২:০৩, শনিবার, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সড়কের মাঝখানে দাঁড়ানো ৫৫ লাখ টাকার আজব এক সেতু!

আজকের সারাদেশ প্রতিবেদন:

দেখে মনে হতে পারে কোনো উড়াল সেতু। কিন্তু, সমস্যা হচ্ছে, এর কোনো সংযোগ সড়ক নেই।

মানিকগঞ্জের ঘিওরে প্রায় এক যুগ ধরে সড়কের মাঝখানে দাঁড়ানো এই সেতু। সেতুটির পাশ দিয়ে চলাচলকারী যেকোনো ব্যক্তির চোখ আটকে যেতে পারে এই স্থাপনা দেখে। কারণ সেতুটিতে ওঠার মতো দুই পাশে কোনো ব্যবস্থা নেই। ফলে মাঝ রাস্তায় তৈরি এ সেতু কোনো কাজেও আসছে না স্থানীয়দের।

ঢাকা-মানিকগঞ্জ-ঘিওর সড়কের ঘিওর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছে ৪০ ফুট উচ্চতার এ সেতুটি। প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে সেতুটি; যা কোনো কাজেই আসেনি ওই পথে চলাচলরত গাড়ির চালক, যাত্রী ও স্থানীয়দের।

স্থানীয়রা জানান, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা স্থাপনাটির কারণে একপাশ থেকে অন্যপাশের যানবাহন দেখা না যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আজব স্থাপনাটি এখন পণ্যবাহী ট্রাক, বাস ও ছোট যানবাহন চালকদের গলার কাঁটা হয়ে আছে।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে সেতুটি তৈরি করে সরকারের অর্থের অপচয় করা হয়েছে। জনগণের করের টাকার এমন অপচয় মেনে নেওয়া যায় না।

মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ বলছে, ঘিওর থেকে পুরান ধলেশ্বরী নদীর ওপর তৈরি করা বেইলি সেতুর অ্যাপ্রোচ সড়কটি সোজা করতেই সেখানে একটি নতুন সড়ক ও আন্ডারপাস নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। প্রকল্প অনুযায়ী আন্ডারপাস তৈরির কাজ শুরু হলেও জমি অধিগ্রহণের জটিলতায় সড়কটি করা সম্ভব হয়নি। এ কারণে পরবর্তীতে প্রকল্পটি স্থগিত হয় এবং অকেজো অবস্থায় পড়ে থাকে ৫৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত আন্ডারপাসটি।

ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন,সেতুটি প্রায় ১২ বছর আগে নির্মাণ করা হয়েছে। সেই সময়ে প্রকল্প অনুযায়ী আন্ডারপাস তৈরি হলেও জমি অধিগ্রহণের জটিলতায় সড়কটি করা সম্ভব হয়নি। জনগণের চলাচলের সুবিধার্থে খুব দ্রুতই আন্ডারপাসটি পরিত্যক্ত ঘোষণা করতে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হবে।

মানিকগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মো. গাইস-উল-হাসান মারুফ জানান, সরকার যেকোনো প্রকল্প জনগণের কল্যাণের জন্যেই হাতে নেয়। কিন্তু অনেক সময় নানা কারণে এর সুফল পাওয়া যায় না। এমনি এই প্রকল্পটি বাঁকা সড়ক সোজা করার জন্য হাতে নেওয়া হয়েছিল। কিন্তু জমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পটি বন্ধ হয়ে যায়। যেহেতু পাশের বেইলি সেতুটি পরিত্যক্ত হয়েছে সে জন্য আন্ডারপাসটিও পরিত্যক্ত ঘোষণা করে অপসারণের ব্যবস্থা করা হবে।

আজকের সারাদেশ/২০ আগস্ট

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা