রাত ৩:৫০, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের সাবেক হাইকমিশনারের নামে সড়ক উদ্বোধন, মৈত্রীর স্মৃতি বলছেন স্থানীয় এমপি

আজকের সারাদেশ প্রতিবেদন:

গত ৭ আগস্ট বরিশালের বাকেরগঞ্জের একটি সড়ক বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার নামে উদ্বোধন করেন জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য নাসরিন জাহান রত্না। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্বামী দলের কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার। এরপরই বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার শীল বলেন, নামকরণ প্রক্রিয়াটি যথাযথ হয়নি। কারণ বাংলাদেশি কারও নামে নামকরণের ক্ষেত্রে উপজেলা কমিটি থেকে প্রস্তাব যেতে হয়। আর বিদেশি কারও নামকরণের ক্ষেত্রে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদন নিতে হয়। এখানে সেসব নিয়মের কোনোটাই মানা হয়নি।

তিনি আরও বলেন, আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণও জানানো হয়নি। শুধু একদিন এমপি মহোদয় ফোন দিয়ে বলেছিলেন, একটি রাস্তার উদ্বোধন রয়েছে, আপনি থাকবেন। কিন্তু কোন রাস্তা কীসের রাস্তা কিছুই জানানো হয়নি।

জানা গেছে, উপজেলার কলসকাঠী ইউনিয়নের ডিঙ্গামানিক এলাকায় সড়কটিতে দুটি নামফলক করা হয়। এর একটি ভারতের সাবেক হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার নামে এবং অপরটি মুক্তিযুদ্ধকালীন কলসাঠীতে গণহত্যার শহীদদের তালিকা।

নামপ্রকাশ না করার শর্তে স্থানীয়রা বলেন, সড়কের নামকরণের ব্যাপারে আগে থেকে তারা কিছুই জানতেন না। কিছু না জানিয়েই তাদের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে দুটি শ্বেতপাথরের ফলক লাগিয়েছেন এমপি মহোদয়। এখানে আমাদের কী করার রয়েছে।

এ বিষয়ে নাসরিন জাহান ও রুহুল আমিন হাওলাদার বলেন, এখানে পাকিস্তানি আর্মি গুলি করে হিন্দুদের হত্যা করেছিল। জায়গাটি পরিদর্শনের জন্য ভারতের সাবেক হাইকমিশনার এসেছিলেন। তার স্মরণে ও বাংলাদেশ-ভারত বন্ধুত্বের নিদর্শন হিসেবে হর্ষ বর্ধন শ্রিংলার নামে ফলকটি লাগানো হয়।

তার দাবি, শোক দিবসের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় উপজেলার কর্মকর্তারা আসতে পারেনি। ২ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মিত হলে তা বাংলাদেশ-ভারত মৈত্রীর স্মৃতি হয়ে থাকবে।

আজকের সারাদেশ/২০ আগস্ট

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা