রাত ৯:০৯, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ বলে রোমাঞ্চকর জয় এনে দিলেন আফ্রিদি

আজকের সারাদেশ প্রতিবেদন:

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৮ রান। নিউ ইয়র্ক ওয়ারিয়র্সের শহীদ আফ্রিদির প্রথম ৫ বলেই ২১ রান তুলে নেন মরিচভিল ইউনিটির শেহান জয়সুরিয়া। শেষ বলে আরেকটি ছক্কা হাঁকাতে পারলেই ম্যাচ ড্র হয়ে যেতো। তবে সেটা আর হয়নি, শেষ বল ডট দিয়ে নিউইয়র্ককে রোমাঞ্চকর জয় এনে দেন আফ্রিদি।

(১৯ আগস্ট) শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রে ইউএস মাস্টার্স টি-টেন লীগে মরিচভিল ইউনিটিকে ৬ রানে হারিয়েছে নিউ ইয়র্ক ওয়ারিয়র্স। আসরে এটাই দুই দলের প্রথম ম্যাচ। আগে ব্যাটিং করে নির্ধারিত ১০ ওভারে ১২৪ রান করে নিউ ইয়র্ক। তাড়া করতে নেমে ১১৮ রানে থামে মরিচভিল।

১২৪ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলীয় ৩৩ রানের মধ্যে ফিরে যান পার্থিব প্যাটেল, ক্রিস গেইল ও কোরি অ্যান্ডারসন।

এরপর মাত্র ১২ বলে ৩৫ রানের ক্যামিও খেলে পরিস্থিতি সামাল দেন অবাস পিয়েনার। এছাড়া ১০ বলে ২৮ করেন শেহান। কিন্তু তাদের ইনিংস শেষ পযর্ন্ত মরিচভিলের জয়ের জন্য যথেষ্ট হয়নি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৭ রানে তিলকরত্নে দিলশানকে হারায় নিউ ইয়র্ক। ১১ বলে ২১ রান করেন তিনি। এরপর ৩ নম্বরে নামা রিচার্ড লেভি খেলেন ২৫ বলে ৬৬ রানের বিষ্ফোরক ইনিংস। যেখানে ছিল ৪টি চার ও ৭টি ছক্কা। এছাড়া কামরান আকলাম ১৯ বলে ২৪ আর আফ্রিদি করেন ৭ বলে ৯ রান।

আজকের সারাদেশ/২০ আগস্ট

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা