আজকের সারাদেশ প্রতিবেদন:
বাংলাদেশ নিয়ে বিশ্বের মোড়ল দেশগুলোর মাথাব্যথার কারণ জানতে চেয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিশ্বের বড় দেশগুলোর শুধু বাংলাদেশ নিয়ে মাথাব্যথা। আমাদের দেশ নিয়ে এত মাথাব্যথার কারণ কী?’
রোববার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রশ্ন করেন তিনি।
তিনি বলেন, ‘আজ এ মুহূর্তে ইকুয়েডরে নির্বাচন হচ্ছে, আর্জেন্টিনায় নির্বাচন হচ্ছে। এ বছর ২০-২২টি দেশে নির্বাচন হচ্ছে। কোথাও কারও কোনো কথা নেই। শুধু বাংলাদেশ নিয়ে বিশ্বের বড় দেশগুলোর মাথাব্যথা। আমাদের দেশ নিয়ে এত মাথাব্যথা কেন? কারণটা কী? আসল জায়গায় পারে না। নাইজারে কী করে- আমরা তা দেখব।’
আসন্ন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেয়ার দাবিতে বিএনপির দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি যেসব দাবিতে গোঁ ধরে আছে- সেসব দাবি নিয়ে আমেরিকার কোনো মাথাব্যথা নেই। ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতও এ ব্যাপারে কিছু বলেনি।’
কাদের বলেন, ‘জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করব। এটা অভ্যন্তরীণ বিষয়। আমাদের সংবিধান আছে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে।’
সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে ৫ লাখ, অঙ্গহানিতে ৩ লাখ ক্ষতিপূরণ
সড়ক পরিবহনমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবার পাঁচ লাখ টাকা ও অঙ্গহানি হওয়া প্রত্যেকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন মেগা প্রকল্পের উদ্বোধনের তারিখ নিয়ে ওবায়দুল কাদের বলেন, ২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে সেদিন বিকেল ৩টায় পুরাতন বাণিজ্য মেলার মাঠে সুধী সমাবেশ করা হবে। ২২ অক্টোবর তেজগাঁওয়ে নবনির্মিত সড়ক ভবন থেকে ভার্চুয়ালি একদিনে ১৪০টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করা হবে ভেহিকল ইন্সপেকশন সেন্টার।
মন্ত্রী বলেন, আগামী ১৬ সেপ্টেম্বর এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের গ্রাউন্ড ব্রেকিং কার্যক্রমের উদ্বোধন। এ উপলক্ষে সাভারে সুধী সমাবেশ করা হবে। চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন ২৮ অক্টোবর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন চট্টগ্রামের আনোয়ারায় সুধী সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। ২ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন। এ উপলক্ষে পুরাতন বাণিজ্যমেলার মাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সেতু সচিব মনজুর হোসেনসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
আজকের সারাদেশ/২০আগস্ট/এএইচ