আজকের সারাদেশ প্রতিবেদন:
একের পর এক বিতর্কের জন্ম দেওয়া পাঁচলাইশ থানার সেই ওসি নাজিমুদ্দিন মজুমদারকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ (সিটিএসবি) শাখায় বদলি করা হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ডায়ালাইসিস ফি বৃদ্ধির আন্দোলনে মাদ্রাসাছাত্রকে মারধর করে সমালোচিত এই ওসি সম্প্রতি এক নারীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে ফের মামলার আসামি হন।
রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সাক্ষরিত আদেশে তাকে সিটিএসবিতে বদলি করা হয়।
সিএমপির গণসংযোগ কর্মকর্তা স্পীনা রানী প্রমাণিক বিষয়টি নিশ্চিত করেছেন।
একই সঙ্গে সিএমপির আরো ৫ পুলিশ পরিদর্শককে বিভিন্ন শাখায় বদলি করা হয়েছে। ওসি নাজিমুদ্দিনের স্থলে পাঁচলাইশ থানার নতুন ওসি হিসেবে খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমাকে বদলি করা হয়েছে। অন্যদিকে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদারকে খুলশী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়াও সিটিএসবির পরিদর্শক এ আই এম তওহিদুল করিমকে চকবাজার থানার পরিদর্শক (তদন্ত), সিটিএসবির পরিদর্শক রফিক উল্লাহকে প্রসিকিউশনে এবং প্রসিকিউশন শাখার পরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমানকে গোয়েন্দা বিভাগে (উত্তর) বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়, এই ৬ পরিদর্শককে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন বদলি হওয়া পদে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
গত বছর ডায়ালাইসিস ফি বৃদ্ধির আন্দোলনে মারধরের শিকার মোস্তাকিমও হেফাজতে নির্যাতনের অভিযোগ এনে ওসির বিরুদ্ধে মামলা দায়ের করেন। অবশ্য এই মামলা তদন্ত করে সত্যতা পাওয়া যায়নি বলে আদালতে প্রতিবেদন দিয়েছে সিআইডি। এরপর সম্প্রতি ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে পাঁচলাইশ থানার এক উপপরিদর্শকসহ ওসি নাজিমের বিরুদ্ধে মামলা করেন এক নারী।
আজকের সারাদেশ/২০ আগস্ট/এএইচ