আজকের সারাদেশ প্রতিবেদন:
কোতোয়ালী থানা ছাত্রলীগের উদ্যোগে ভয়াল ২১শে আগষ্ট স্মরণে ঐতিহাসিক লালদিঘী মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২০ আগস্ট ( রোববার) এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি অনিন্দ্য দেব, সাধারণ সম্পাদক ফাহিম আল শাহরিয়ার, সহ- সভাপতি আবু তৈয়ব মিজান, ইরফান দোভাষ,আনিসুর রহমান আলভী, যুগ্ম সম্পাদক ইমদাদুর রহমান রিয়াদ, মোহাইমিনুল ইসলাম সামিন,শুভ দাশ, সাংগঠনিক সম্পাদক রবিন দে, দূর্জয় চৌধুরী, দীপক বড়ুয়া,ইস্তিব আহমেদ আকাশ,প্রচার সম্পাদক প্রীতম দে পিয়াল,দপ্তর সম্পাদক দীপ কর্মকারসহ আরো অনেকেই।
এসময় বক্তারা বলেন, ২১ আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য রাষ্ট্রীয় মদদে গ্রেনেড নিক্ষেপে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম আইভি রহমান সহ ২৪ জন নেতা কর্মী নিহত হন। জননেত্রী শেখ হাসিনাকে হত্যার নীল নকশায় সরাসরি ইন্ধন রয়েছে তারেক জিয়ার। তাই অবিলম্বে খুনী তারেককে দেশে ফিরিয়ে এনে ফাসিঁর রায় কার্যকরের দাবি জানানো হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, সম্পাদকমন্ডলীর সদস্য ইসরাক দোভাষ, অঞ্জন দাশ, অন্তু দাশ, ভাষ্কর নন্দী, মিনহাজুল আবেদীন মিরাজ, ওমর বাদশা, শাহনেওয়াজ আলভী, উপ- সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, জুনায়েদ, নিবির দাশ, নিলম বিশ্বাস, সহ – সম্পাদক অতিন্দ্রীয় আচার্য্য, সদস্য নাইফ বিন তৈয়ব, মোঃ শোয়েব, মোঃ হুজাইফি প্রমুখ।
আজকের সারাদেশ/২০আগস্ট/একে/এএইচ