আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কেজি সোনাসহ তুষার নাগীন দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে সাতটার শারজাহ থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৫২-এ আগত ওই যাত্রীকে তল্লাশি চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়।
জানা গেছে, আজ সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি ১৫২) একটি ফ্লাইটে করে চট্টগ্রাম আসেন ওই যাত্রী। সেখান থেকে তার ঢাকায় যাওয়ার কথা ছিল। গোপন সংবাদ থাকায় ওই ব্যক্তির ব্যাগ ও দেহ তল্লাশি করে ৪২১ গ্রাম ও কাপড়ে পেস্ট করে লাগানো ৫৬০ গ্রাম সোনা পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত বিমানবন্দরে পরিচালক তাসলিম আহমেদ বলেন, আজ সকালে সোনার প্রায় ৯৮১ গ্রাম সোনাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসেন। এখান ধেকে ঢাকা যাওযার কথা ছিল। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
আজকের সারাদেশ/২১আগস্ট/এসএম