দুপুর ২:১৩, রবিবার, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

তিন দিন ধরে সাগরে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

আজকের সারাদেশ প্রতিবেদন:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা এফবি ‘রাজু’ নামক একটি ফিশিং বোটের ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

সোমবার (২১ আগস্ট) বেলা ১২ টার দিকে গভীর সমুদ্রে সাঙ্গু গ্যাস ফিল্ড হতে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্ব থেকে
তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।

তিনি বলেন, গেল ১৯ আগস্ট এফবি ‘রাজু’ নামক একটি ফিশিং বোট চট্টগ্রামের আকমল আলী ঘাট থেকে মাছ ধরতে সমুদ্রে যায়। একপর্যায়ে ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে বোটটি ইঞ্জিন বিকল নিয়ন্ত্রনহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। ২১ আগস্ট
বোটটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনে যোগাযোগ করে।

পরে কোস্ট গার্ডের নিয়মিত টহল জাহাজ অপূর্ব বাংলার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সাইফুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে আজ সকাল ৯টার দিকে সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। তবে জেলেরা সমুদ্রে তাদের সঠিক অবস্থান নিশ্চিত করতে পারেনি। উত্তাল সমুদ্রে টানা তিন ঘণ্টা অভিযান চালিয়ে বিপদজনক ভাবে ভাসতে থাকা বোটটি বেলা ১২ টার দিকে ১৩ জন জেলেসহ গভীর সমুদ্রে সাঙ্গু গ্যাস ফিল্ড হতে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্ব হতে অক্ষত অবস্থায় পাওয়া যায়।
উদ্ধারকৃত সকলেই নোয়াখালী জেলার বাসিন্দা। অতঃপর জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়।

উদ্ধার পরবর্তী কার্যক্রমের জন্য কোস্ট গার্ড জাহাজ জেলেসহ বোটটি কোস্ট গার্ড বার্থ পতেঙ্গায় এনে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

আজকের সারাদেশ/২১আগস্ট/এসএম

সর্বশেষ সংবাদ

সাড়ে ১৬ হাজার ‘গায়েবি মামলা’ প্রত্যাহার করা হবে: আসিফ নজরুল

চবিতে স্টুডেন্টস এসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়ার দায়িত্বে সাকিল-জিসান

কথিত আন্দোলন আর মবের মহড়া শক্ত হাতে মোকাবিলা করা হবে: উপদেষ্টা মাহফুজ

এখনো ধরাছোঁয়ার বাইরে শহীদ তানভীর হত্যা মামলার আসামিরা

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের মিছিলের নেতৃত্বে ৩৫ মামলার আমামি

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’