বিকাল ৩:৩৫, রবিবার, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

রাইডার ঝড়ে ম্লান আফ্রিদি, রাতে নামছে নাসিরের দল

আজকের সারাদেশ ডেস্ক:

শহীদ আফ্রিদির ঝড়ো ইনিংসকে ম্লান করে নায়ক বনে গেলেন জেসি রাইডার। রাইডার ঝড়ে ইউএস মার্স্টার্স টি-টেনে দারুণ জয় পেয়েছে নিউ জার্সি ট্রাইটন্স। তারা ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে নিউ ইয়র্ক ওয়ারিয়র্সকে।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাটিং করে ৫ ওভারে ২ উইকেটে ৮৪ রান করে নিউ ইয়র্ক ওয়ারিয়র্স। তাড়া করতে নেমে ২ বল হাতে রেখে ৯ উইকেটে জয় নিশ্চিত করে নিউ জার্সি।

মাত্র ১২ বলে ৩৮ রান করেন জেসি। তিনি আউট হলেও সমস্যা হয়নি। ইউসুফ পাঠান ৬ বলে ১৬ ও ক্রিস বার্নওয়েল ১০ বলে ২৮ রান করেন। নিউ ইয়র্কের হয়ে ১ উইকেট নেন জোরাম টেইলর।
এর আগে আফ্রিদির ১২ বলে ৩৭ রানে ভর করে ২ উইকেটে ৮৪ রান করে নিউ ইয়র্ক। এ ছাড়া কামরান আকমল ২৭ ও রিচার্ড লেভি ১৬ রান করেন। নিউ জার্সির হয়ে ২ উইকেট নেন লিয়াম প্লাংকেট।

এদিকে নাসির হোসেন-ইলিয়াস সানির দল আটলান্টা রাইডার্স রাতে মাঠে নামবে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের প্রতিপক্ষ টেক্সাস চার্জাস। এর আগে নাসিরদের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়।

আজকের সারাদেশ/২১আগস্ট/এসএম

সর্বশেষ সংবাদ

সাড়ে ১৬ হাজার ‘গায়েবি মামলা’ প্রত্যাহার করা হবে: আসিফ নজরুল

চবিতে স্টুডেন্টস এসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়ার দায়িত্বে সাকিল-জিসান

কথিত আন্দোলন আর মবের মহড়া শক্ত হাতে মোকাবিলা করা হবে: উপদেষ্টা মাহফুজ

এখনো ধরাছোঁয়ার বাইরে শহীদ তানভীর হত্যা মামলার আসামিরা

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের মিছিলের নেতৃত্বে ৩৫ মামলার আমামি

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’