আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের আক্তারুজ্জামান ফ্লাইওভারে এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে আক্তারুজ্জামান ফ্লাইওভারের জিইসি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের সদস্য মো. ইমরান ইফতি ও তার বান্ধবী কক্সবাজারের চকরিয়া এলাকার বাসিন্দা নাহিদা সুলতানা।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক নুরুল আলম আশেক।
তিনি বলেন, ‘এক পথচারী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
ওই ছাত্রলীগ নেতার সঙ্গে নিহত নারী তার বন্ধবী বলে জানিয়েছেন প্রতিবেশী সুমন। তিনি বলেন, বলেন, ‘ইমরান অবিবাহিত ছিল৷ তার সঙ্গে দুর্ঘটনায় মারা যাওয়া নারী বান্ধবী হতে পারে।’
আজকের সারাদেশ/২২ আগস্ট