আজকের সারাদেশ প্রতিবেদন:
মাইলেজ সুবিধা পুনর্বহাল না করলে ২৮ আগস্ট থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধের হুশিয়ারি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ এক্য পরিষদ।
মঙ্গলবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রামের সিআরবি রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করে তারা।
এসময় নেতারা বলেন, ১৬০ বছর ধরে রানিং স্টাফরা মাইলোজ সুবিধা পেয়ে আসছেন। কিন্তু ২০২১ সালে ৭৫ ভাগ মাইলেজ যোগে পেনশন ও আনুতোষিক দিতে অসম্মতি জানায় অর্থ মন্ত্রণালয়।
এই সিদ্ধান্ত প্রত্যাহরে তিন বছর ধরে আন্দোলন করলেও আশ্বা ছাড়া কিছুই দেখেনি বলে জানান স্টাফরা।
ওই স্মারকলিপিতে তারা আগামী ২৭ আগস্টের মধ্যে রেলওয়ে কোড ও বিধি বিধানের আলোকে ১৬০ বছর যাবত প্রদত্ত রানিং স্টাফদের পার্ট অব পে ৭৫% রানিং এলাউন্স যোগে পেনশন ও আনুতোষিক নির্ধারনে অর্থ মন্ত্রনালয়ের সকল অসম্মতি প্রত্যাহার করে সুস্পষ্ট আদেশ জারির দাবি জানান।
আজকের সারাদেশ/এসএম