ভোর ৫:৫২, সোমবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবার মৃত্যুর শোকে ১২ ঘন্টার পর ছেলের মৃত্যু

আজকের সারাদেশ প্রতিবেদন:

পিরোজপুরের কাউখালীতে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে হৃদরোগে আরিফুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবা নুরুল ইসলাম ও মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছেলে আরিফ।

আরিফুল ইসলাম কাউখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা।

এলাকাবাসী জানান, নুরুল ইসলাম ঢাকায় বড় ছেলে আরিফের বাসায় গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরে নুরুল ইসামের লাশ ঢাকা থেকে কাউখালীর গ্রামে বাড়ি নিয়ে আসার পথে কান্নাকাটি করে অজ্ঞান হয়ে যান তার ছেলে আরিফ। এ সময় আরিফকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাবা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালে বাসস্ট্যান্ড এলাকায় বাবার জানাযা শেষে দুপুরে গ্রামের বাড়ি বড় বিড়ালজুড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাদ আসরের পর জানাজা শেষে ছেলে আরিফের মরদেহ একই স্থানে দাফন করা হয়।

আজকের সারাদেশ/এসএম

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের মিছিলের নেতৃত্বে ৩৫ মামলার আমামি

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত