বিকাল ৩:২৮, রবিবার, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ববাণিজ্যে ডলারের আধিপত্য শেষ হবে : ব্রিকস সম্মেলনে পুতিন

আজকের সারাদেশ প্রতিবেদন:

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্ববাণিজ্যে ডলারের আধিপত্য শেষ হয়ে যাবে। ব্রিকস দেশগুলোর (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোট) শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে এই মন্তব্য করেন তিনি। দক্ষিণ আফ্রিকায় মঙ্গলবার (২২ আগস্ট) তিন দিনের এই শীর্ষ সম্মেলন শুরু হয়েছে।

আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা থাকায় পুতিন সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি। তিনি ভিডিও কলের মাধ্যমে সম্মেলনে ভাষণ দেন।

তিনি বলেন, এই জোটের সদস্যরা ডলার বাদ দিয়ে জাতীয় মুদ্রায় বাণিজ্য করার বিষয় নিয়ে আলোচনা করবে। আর তাতে ব্রিকসের ডেভেলপমেন্ট ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, ‘আমাদের অর্থনৈতিক সম্পর্ককে ডলারমুক্ত করার লক্ষ্য গতিশীলতা লাভ করেছে।’

শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোজার আমন্ত্রণে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডি সিলভা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রায় ৫০টি দেশের নেতারা উপস্থিত হয়েছেন।
সৌদি আরবের প্রতিনিধিত্ব করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফারহান বিন ফয়সাল।

ব্রিকসভুক্ত দেশগুলো বিশ্বের মোট জনসংখ্যার ৪০ ভাগের প্রতিনিধিত্ব করছে।

পুতিন ডলারের ব্যাপারে আপত্তি করলেও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বলেন, ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সহজ করার জন্য অভিন্ন ব্রিকস বাণিজ্য মুদ্রা চালু করা হবে একমাত্র লক্ষ্য।

তিনি অন্যান্য দেশের এই জোটে শরিক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সম্ভাবনাময় নতুন সদস্য হলো ইন্দোনেশিয়া।

তিন দিনের সম্মেলনে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো ছাড়াও স্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয় নিয়ে আলোচনা হবে।

আজকের সারাদেশ/২৩ আগস্ট

সর্বশেষ সংবাদ

সাড়ে ১৬ হাজার ‘গায়েবি মামলা’ প্রত্যাহার করা হবে: আসিফ নজরুল

চবিতে স্টুডেন্টস এসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়ার দায়িত্বে সাকিল-জিসান

কথিত আন্দোলন আর মবের মহড়া শক্ত হাতে মোকাবিলা করা হবে: উপদেষ্টা মাহফুজ

এখনো ধরাছোঁয়ার বাইরে শহীদ তানভীর হত্যা মামলার আসামিরা

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের মিছিলের নেতৃত্বে ৩৫ মামলার আমামি

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’