সকাল ৬:০৯, সোমবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এক আদেশে চট্টগ্রাম কাস্টমসের ১৫ কর্মকর্তাকে বদলি

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রাম কাস্টমস ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা পদের ১৫ জনকে একযোগে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (২৩ আগস্ট) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মেজবাহ-উল-সাবেরিন সই করা এক আদেশে তাদের বদলি করা হয়।

বুধবারের আদেশে চট্টগ্রাম কাস্টমস হাউসের দুই রাজস্ব কর্মকর্তাকে খুলনা ও ঢাকায় বদলি করা হয়েছে। এরমধ্যে রাজস্ব কর্মকর্তা মো. শফিউল বসরকে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে এবং প্রসেনজিৎ মল্লিককে ঢাকার মূল্য সংযোজন কর বৃহৎ করদাতা ইউনিটে বদলি করা হয়েছে।

অপরদিকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা অর্পণ কুমার সেনকে কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, অতুল চন্দ্র বর্ধনকে ঢাকার পানগাঁও কাস্টমস হাউসে, মো. তারিফ মিয়াকে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, সব্যসাচী সিকদারকে ঢাকা কমলাপুর কাস্টমস হাউসের আইসিডিতে, মো. রেজা হাসানকে ঢাকা (দক্ষিণ) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, অনামিকা মিত্রকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট একাডেমীতে, এম এ হোছাইন মাশরেকিকে ঢাকা (পূর্ব) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, মো. মজিবুর রহমানকে ঢাকা (উত্তর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, মো. নজরুল ইসলামকে ঢাকা (পূর্ব) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, মো. রফিকুল ইসলামকে ঢাকা (দক্ষিণ) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, মো. শফিকুর রহমানকে ঢাকা (উত্তর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, মো. শওকতকে ঢাকার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে এবং ভাবনা বালা দাসকে কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে।

এদিকে, ঢাকা কমলাপুর কাস্টমস হাউস আইসিডির মো. বেলায়েত হোসেনকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, যশোর বেনাপোল কাস্টমস হাউসের আলমগীর কবির ও মো. সোহেল উদ্দীনকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, ঢাকা উত্তরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের মো. জসিম উদ্দিন হাওলাদারকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, ঢাকা দক্ষিণের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের জি এম আশরাফুল আলমকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, ঢাকা দক্ষিণের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের মো. নাসির উদ্দীনকে চট্টগ্রাম কাস্টমস হাউসে বদলি করা হয়েছে।

অপরদিকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অনামিকা মিত্রকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমীতে, রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের মো. মাসুদ করিম ও মো. ফারুক আহমেদকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম কাস্টমস হাউসে, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের রাকিবুল ইসললামকে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে, যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আরিফুর রহমানকে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে এবং ঢাকার মূল্য সংযোজন কর বৃহৎ করদাতা ইউনিটের মো. আকবর হাসেনকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়ছে।

তাছাড়া ঢাকা মূল্য সংযোজন কর বৃহৎ করদাতা ইউনিটের সাবেরা খাতুনকে চট্টগ্রাম কাস্টমস হাউসে, ঢাকা শুল্ক গোয়ন্দা ও তদন্ত অধিদপ্তরের মো. শফিউল আলম ও ফরিদা আখতারকে চট্টগ্রাম কাস্টমস হাউসে, ঢাকা শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের ফাওজিয়া আক্তার মুক্তাকে চট্টগ্রাম কাস্টমস হাউসে, ঢাকার নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কোহিনুর বেগমকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, নাসিমা আক্তারকে চট্টগ্রাম কাস্টমস হাউসে, মো. দাউদ হায়দারকে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে, মো. মহসীন খানকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমীতে এবং আবদুর রাজ্জাককে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়।

তাদের আগামী ৩০ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ জানানো হয় ওই আদেশে

এর আগে, গত বুধবার (১৬ আগস্ট) চট্টগ্রামে কাস্টমস ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা পদের ১১ জনকে একযোগে দেশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়।

আজকের সারাদেশ/২৩আগস্ট/এসএম

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের মিছিলের নেতৃত্বে ৩৫ মামলার আমামি

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত