আজকের সারাদেশ ডেস্ক:
নিউ ইয়র্ক ওয়ারিয়র্সের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ২২ রান। এমন সমীকরণের সামনে কামরুল ইসলাম রাব্বির ওপর আস্থা রাখেন রবিন উথাপ্পা। কিন্তু বাংলাদেশি এই পেসার আটলান্টার রাইডার্সের অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি। ২০তম ওভারে চার ছক্কায় ২৭ রান দিয়ে দলকে হাতাশায় ডুবিয়েছেন রাব্বি।
১০৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি নিউ ইয়র্কের। ৪ রান করে সাজঘরে ফিরেছেন কামরান আকমল। তবে আরেক ওপেনার তিলাকরত্মে দিলশানের ব্যাট থেকে এসেছে ১৪ বলে ২৪ রান।
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে দুর্দান্ত ছিলেন জোনাথন কার্টার। তিনি রীতিমতো ঝড় তুলেছেন! ৪ ছক্কা ও ২ চারে তার ব্যাট থেকে এসেছে ১৯ বলে অপরাজিত ৪১ রান। তাতেই ৬ উইকেটের জয় পেয়েছে নিউ ইয়র্ক।
এর আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে আটলান্টা। যেখানে ২৩ বলে ৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ক্যারিবিয়ান হার্ডহিটার ল্যান্ডল সিমন্স। আর নিউ ইয়র্কের হয়ে হ্যাটট্রিকসহ ১৫ রানে ৪ উইকেট শিকার করেছেন সোহাইল খান।
আজকের সারাদেশ/২৪আগস্ট/এসএম