চবি প্রতিনিধি:
বিএনপি ও সমমনা রাজনৈতিক দলসমূহের ঘোষিত এক দফা দাবির সমর্থনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
এদিকে, বিক্ষোভ মিছিলে সদ্য ঘোষিত পাঁচ সদস্যের কমিটির মধ্যে সাধারণ সম্পাদক ছাড়া বাকি চারজনকে দেখা যায়নি।
আব্দুল্লাহ আল নোমান বলেন, চবি ছাত্রদল কেন্দ্র ঘোষিত যেকোনো কর্মসূচি অতীতের ন্যায় ভবিষ্যতেও সব বাধা-বিপত্তি অতিক্রম করে সফল করতে বদ্ধপরিকর। ছাত্রদল ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত ও ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ঈমতিয়াজ ইকরাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ঈসমাঈল হোসেন, সহ-সম্পাদক মিজানুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আইনুল ইসলাম সাগর, সাবেক সহ-সম্পাদক ফরহাদ হোসেন, সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ ইমন, সহ-সম্পাদক আজিজুর রহমান মামুন, সাবেক সদস্য তানভীর বিল্লাহ, ওবায়েদ, মিনহাজ, ইমরান, মঈন, কেফায়েত, সাকিব, তফু, রহিম, জুয়েল, আশরাফ, জিয়া, টিপু, রাশেদ, ইসমাইল, রফিক, রাশেদ, রহমান, মোজাম্মেল, সাগর, ওয়ারেস, পারভেজ, সালাউদ্দিন, মিশকাত, আরাফাত, রিয়াদ, ওয়াহিদ, রহমান ও রুকন।
গত ১১ আগস্ট দীর্ঘ ছয় বছর পর মোহাম্মদ আলাউদ্দিন মহশিন কে সভাপতি ও আব্দুল্লাহ আল নোমান কে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর থেকে নিজেদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সর্বশেষ গত ১৩ আগস্ট ‘ত্যাগী এবং নির্যাতিত’ সহযোদ্ধাদের মূল্যায়ন না করার অভিযোগ তুলে নবগঠিত আংশিক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন।
আজকের সারাদেশ/২৪আগস্ট/এসএম