আজকের সারাদেশ প্রতিবেদন:
‘আমি আর খেলবো না, খেলবে কে জানাচ্ছি…।’ বৃহস্পতিবার (২৪ আগস্ট) মধ্যরাতে ক্রিকেটার সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এমন স্ট্যাটাস, রহস্যের দানা বেঁধেছে অনেকের মনেই।
তবে কি আর ব্যাটে-বলে মাঠে দেখা যাবে না তাকে? এ দিকে সাকিব আল হাসানের এই সংলাপটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
তবে সাকিব আল হাসানের এই ঘোষণা ক্রিকেট ছাড়ার বার্তা নয়। দেশি-বিদেশি অনেক নামিদামি প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর সাকিব আল হাসান। বহু প্রতিষ্ঠানে বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেন। এবারের ঘটনাও তেমন।
জানা গেছে, সাকিব আল হাসানের ‘আমি আর খেলবো না। কে খেলবে জানাচ্ছি…’ স্ট্যাটাসটি আসলে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ‘-এর একটি বড়সড় আয়োজনের ক্যাম্পেইন। নগদ থেকে মোবাইল রিচার্জ করলে প্রতি সপ্তাহে গাড়ি পুরস্কারের ঘোষণা দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বিশ্বকাপের টিকেট, সেন্টমার্টিনে ২ দিন হলিডে উদযাপনসহ হাজার হাজার পুরস্কারের ঘোষণা থাকবে এই ক্যাম্পেইনে।
আজকের সারাদেশ/২৫ আগস্ট