আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস চাপায় এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে বাঁশবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাহব উদ্দিন (৩৫) একই এলাকার বাঁশবাড়িয়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘সাহাব উদ্দিন তার চালিত অটোরিকশায় বাঁশবাড়িয়া এলাকার একটি গ্যাস পাম্প থেকে গ্য্যাস পুরে সড়কে উঠার সময় দ্রুতগতির একটি বাস অটোরিকশাটাকে চাপা দেয়। এতে চালক সাহাব উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
আজকের সারাদেশ/২৬আগস্ট/এএইচ