আজকের সারাদেশ প্রতিবেদন:
২০০৪ সালের ২১ শে আগস্ট আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার প্রতিবাদে সমাবেশ ও হামলার মাস্টারমাইন্ড হিসেবে তারেক জিয়াকে দেশে এনে শাস্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে নগরীর এ কে খান এলাকায় এসব কর্মসূচি পালন করেন আকবরশাহ ও পাহাড়তলী থানা শাখার নেতা কর্মীরা। নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল’র নেতৃত্বে এই কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। নগরীর এ কে খান মোড় থেকে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সিডিএ ও সিটি গেইট হয়ে কর্ণেলহাট মোড়ে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিতবাদ সমাবেশে যুবলীগ নেতা মনোয়ার উল আলম চৌধুরী নোবেল বলেন, ‘এই স্বাধীনতা বিরোধীদের দল ৭৫ এর ১৫ আগষ্ট আমাদের বঙ্গবন্ধুকে কেড়ে নিয়েছিলো। একইভাবে তাদের উত্তরসূরী খালেদা জিয়ার কুলাঙ্গার পুত্র তারেক জিয়ার নির্দেশে নীল নকশা সাজিয়ে গ্রেনেড হামলা করে আমাদের নেত্রীকেও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। কোটি কোটি জনতার দোয়ায় সেদিন আমার নেত্রী বেঁচে গেলেও চিরতরে হারিয়ে যায় ২৪টি তাজা প্রাণ, বঙ্গবন্ধু কন্যাসহ আহত হন তিন শতাধিক দলীয় নেতাকর্মী। আজও সেই দৃশ্য চোখের সামনে ভাসে, রাগে ক্ষোভে টগবগ করে উঠে কোটি কোটি মানুষের গায়ের রক্ত।’
তিনি আরো বলেন, ‘এই ঘটনার মাস্টারমাইন্ড, বর্তমান ডিজিটাল বাংলাদেশে উন্নয়নের গতিরোধ ও নৈরাজ্য সৃষ্টির মূল পরিকল্পনাকারী তারেক জিয়া এখনো বিদেশে পলাতক। স্বাধীন বাংলার এসকল কালো অধ্যায়কে কলঙ্কমুক্ত করতে দ্রুত খালেদা জিয়ার কুলাঙ্গার পুত্র তারেক জিয়াকে দেশে এনে মৃত্যুদন্ডের সাজা কার্যকরের দাবী জানাচ্ছি।’
এসময় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকের সারাদেশ/২৬আগস্ট/এএইচ