আজকের সারাদেশ প্রতিবেদন:
ভারী বর্ষণে বন্দরনগরী চট্টগ্রামে পাহাড় ধসে ৭ মাস বয়সী এক শিশুসহ দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
রোববার (২৭ আগস্ট) সকাল সাতটার দিকে নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকার আই ডব্লিউ কলেনিতে এই ঘটনা ঘটে।
নিহত দুজন হলো ৩৫ বছর বয়সী মো. সোহেল ও তার সাত মাস বয়সী কন্যা বিবি জান্নাত।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম আশেক।
তিনি বলেন, ‘গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তবে পাহাড় ধসের ঘটনায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে আহত ৪ জনকে হাসপাতালে পাঠানোর কথা জানানো হয়েছে।
আজকের সারাদেশ/২৭ আগস্ট