আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম নগরীর ডাবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় উন্মুক্ত নালায় পড়ে দেড় বছর বয়সী ইয়াসিন আরাফাত নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
রোববার (২৭ আগস্ট) বিকেলে উত্তর আগ্রাবাদ রঙ্গীপাড়ায় কেএম টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশু ইয়াসিন আরাফাত ওই এলাকার মো. সাদ্দাম হোসেনের ছেলে।
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জালাল আহমেদ বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে আমরা নিখোঁজের খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে আমাদের টিম। সেখানে আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মী ও ডুবুরি দল কাজ করছে। এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধারে কোর খবর পাওয়া যায়নি।