আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আধা কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা।
রোববার (২৭ আগস্ট) সকাল ৯ টার দিকে দুবাইফেরত ওই যাত্রীর পকেট ও ব্যাগ তল্লাশি করে এসব সোনা জব্দ করা হয়।
আটক যাত্রীর নাম মোহাম্মদ রেজাউল করিম। তিনি কক্সবাজারের মহেশখালী এলাকার বাসিন্দা।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অভিযুক্ত রেজাউল সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের FZ-563 ফ্লাইটযোগে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। আগে থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে তার ব্যাগ তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে একটি সোনার বার, ৫টি সোনার চুড়ি, দুটি সোনার পিণ্ড ও ৫টি রিং সদৃশ সোনা উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন, দুবাইফেরত ওই যাত্রী সোনার পিণ্ড ও রিং সদৃশ সোনা ফ্রাইপেনের হাতলের ভেতরে এবং বডি স্প্রের মুখে বিশেষভাবে লুকিয়ে এনেছেন। তার কাছ থেকে উদ্ধার সোমার ওজন ৫৩৯ গ্রাম। যার বাজারমূল্য ৪৭ লাখ ৭১ হাজার ৩৬৫ টাকা।
অভিযুক্তের বিরুদ্ধে তার বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।