আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে নালায় তলিয়ে নিখোঁজের ১৭ ঘন্টা পর দেড় বছরের ইয়াসিন আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক। তিনি বলেন, রোববার বিকেলে নালায় তলিয়ে শিশুটি নিখোঁজ হয়েছিল। এরপর এদিন রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। কিন্তু খোঁজ না মেলায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে আজ সকালে অভিযান শুরু হয়। একপর্যায়ে নালা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
শিশু ইয়াসিন আরাফাত ওই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে। বাসার পাশেই চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) একটি খোলা নালায় সে তলিয়ে যায়।