আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম নগরীর হালিশহরে রান্না ঘরের গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ হয়ে আব্দুল খালেক নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক।
রোববার (২৮ আগস্ট) দিবাগত পৌনে ২টার দিকে বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ মধ্যম হালিশহরের ধুপপুল এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক (৬০) ওই এলাকার বাসিন্দা আব্দুল মুনাফের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর ফায়ার স্টেশন কর্মকর্তা শামিম মিয়া বলেন, আমরা রাত ১টা ৪০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে অভিযান চালিয়ে বিস্ফোরণে সৃষ্টি হওয়া আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এসময় দুজনকে দগ্ধ অবস্থা চমেক হাসপাতালে পাঠানে হয়। মূলত এটি ছিল রান্না ঘরের গ্যাসলাইনের বিস্ফোরণ। তদন্ত ছাড়া এখন আর কিছু বলা যাচ্ছে না।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, রাত পৌনে ২টার দিকে দগ্ধ অবস্থায় আব্দুর খালেক ও তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক আব্দুল খালেককে মৃত ঘোষণা করেন। স্ত্রী আনোয়ারা বেগমকে ৩৬ নম্বর ওয়ার্ড ভর্তি দেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার বার্ণ হাসপাতালে পাঠানোন পরিকল্পনা চলছে।
আজকের সারাদেশ/২৮ আগস্ট